মারমা ভাষায় বই লেখক ও গবেষক শৈফোচিং মার্মা আর নেই

প্রকাশঃ ১৮ ফেব্রুয়ারী, ২০২০ ০৭:২৪:১৯ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ১১:৩৩:২৭
সিএইচটি টুডে ডট কম ডেস্ক। পাবর্ত্য চট্টগ্রামের মারমা ভাষা বিষয়ক ঘঈঞই লেখক ও গবেষক, বান্দরবান সদর উপজেলাধীন রেইছা থলি পাড়ার কৃতি সন্তান, জনাব শৈফোচিং মার্মা (৬০) আর নেই। দীর্ঘদিন ধরে শারীরিক ভাবে অসুস্থ থাকার পর  সোমবার রাতে ৮.১৭মিনিটে পরলোক গমন করেন।  তিনি বান্দরবান সদর উপজেলার ০৩ নং  সদর ইউনিয়নের ০১ নং ওয়ার্ডে রেইছা থলি পাড়ার বাসিন্দা।

প্রয়াত লেখক ও গবেষক জনাব শৈফোচিং মার্মাকে দেখতে আসেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জনাব ক্যশৈহ্লা মার্মা ও তার সহধর্মিণী। এসময় তার বিদেহী আত্নার প্রতি গভীর শোক ও সমবেদনা  প্রকাশ  করেন।

মৃত্যুকালে শৈফোচিং মার্মা  ২ ছেলে রেখে যান। কাল বুধবার বিকালে তার অন্তিম সৎকার কার্য সম্পন্ন হবে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions