শীতার্তদের মাঝে জেলা পরিষদের শীতবস্ত্র বিতরণ

প্রকাশঃ ২৬ জানুয়ারী, ২০২০ ০৫:৫০:০২ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ০২:৩৬:৩৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের কর্তৃক সদর উপজেলার বিভিন্ন এলাকার ৮০জন দুঃস্থ অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) সকালে জেলা পরিষদ কার্যালয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্রগুলো বিতরণ করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মনোয়ারা আক্তার জাহান।

এই শীতে আর্ত-মানবতার কল্যাণে সাড়া দিয়ে অসহায় ও হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান। তিনি বলেন, গণমানুষের প্রতি পরিষদের দায়বদ্ধতা থেকেই আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। তেমনি সামর্থবান সকল মানুষকে শীতার্থ ও অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে। এসময় তিনি সাহায্যের হাত বাড়ানোর জন্য সমাজের সকল শ্রেণীকে আহ্বান জানান।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions