ফাতেমা কবিরের মৃত্যুতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা শাখার শোক

প্রকাশঃ ১৫ জানুয়ারী, ২০২০ ০৮:৪৮:৪৫ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ০৭:২৩:২২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কেন্দ্রীয় কমিটির সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবিরের সহধর্মিণী ফাতেমা কবিরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে রাঙামাটি জেলা শাখা।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাঙামাটি জেলা শাখার সভাপতি সুনীল কান্তি দে ও সাধারন সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক জানায়।
শোক বার্তায় নেতৃবৃন্দ আরো বলেন, ৭১ এর যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে সূচিত শহীদ জননী জাহানারা ইমামের আন্দোলনের সুচনা থেকে মৌলবাদী ও সাম্প্রদায়িকতা বিরোধী সকল আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখে। তাঁর এমন প্রয়াণে ঘাতক দালাল নির্মূল কমিটি একজন সহযোদ্ধা হারালো।
প্রসঙ্গত: গত ১৩ জানুয়ারি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ফাতেমা কবির মৃত্যুবরণ করেন, তার বয়স হয়েছিল ৬৮ বছর। ফাতেমা কবির একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি লেখক শাহরিয়ার কবিরের সহধর্মিণী এবং মুক্তিযোদ্ধা ফতেহ আলী চৌধুরী ও প্রয়াত মুক্তিযোদ্ধা সাংবাদিক শাহাদাত চৌধুরী ছোট বোন। তিনি স্বামী এবং দুই ছেলে-মেয়েসহ বহু আত্মীয়স্বজন,বন্ধু-বান্ধব ও গুনগ্রাহী রেখে গেছেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions