বান্দরবানে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রকাশঃ ১১ জানুয়ারী, ২০২০ ০৫:৪৮:১৯ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ০৪:৪৩:৫৬
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। রামকৃষ্ণ মিশন সেবাশ্রম চট্টগ্রামের উদ্যোগে বান্দরবানের গরীব দুঃস্থ শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকালে বান্দরবান সদরের কালাঘাটা রামকৃষ্ণ সেবাশ্রম মন্দিরে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ শক্তিনাথা নন্দজী মহারাজের সভাপতিত্বে এসময় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ। এসময় আরো উপস্থিত ছিলেন  বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবানের সেক্রেটারী অমল দাশ, চট্টগ্রাম রামকৃষ্ণ  মিশন সেবাশ্রমের সাংগঠনিক সম্পাদক তাপস হোড়, পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ,বান্দরবান রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি অনিল কান্তি দাশ,সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তীসহ রামকৃষ্ণ মিশনের সেবক  সেবিকারা ।

অনুষ্ঠানে বান্দরবানের ১শত ৫০জন গরীব ,অসহায় ও দুস্থ ব্যক্তির মধ্যে শীতের কম্বল বিতরণ করা হয়। এসময় লাইনে দাঁড়িয়ে বান্দরবানের বিভিন্ন সম্প্রদায়ের জনসাধারণ এই শীতবস্ত্র গ্রহণ করে।

আয়োজকরা জানায়, আগামীতে ও বান্দরবান রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions