রাঙামাটিতে মুজিব বর্ষের ক্ষণ গণনা শুরু

প্রকাশঃ ১০ জানুয়ারী, ২০২০ ১২:৫২:৫৭ | আপডেটঃ ০৫ মে, ২০২৪ ০১:৪৯:৫২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। সারাদেশের ন্যায় রাঙামাটি জেলায়ও মুজিব বর্ষের কাউন্টডাউন শুরু হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন রাঙামাটি আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এমপি।

এসময় রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ, পুলিশ সুপার আলমগীর কবির, রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ মঈন উদ্দীন, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সম্মুখে ছাত্র ছাত্রীদের মিলন মেলায় পরিণত হয়। জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তনের মাহেন্দ্র খনটুকু ঢাকা থেকে সরাসরি সম্প্রচার অনুষ্ঠান দেখতে ভীড় জমায় অসংখ্য মানুষ। এর আগে রাঙামাটি শহীদ আব্দুল আলী মঞ্চে রাঙামাটির স্থানীয় শিল্পীদের মনোমুগ্ধকর প্রদর্শনী চলে।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় মুজিব বর্ষের কাউন্টডাউন উদ্বোধনের সাথে সাথে রাঙামাটি জেলা প্রান্তে  অতিথিরা কাউন্ট ডাউন উপলক্ষে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন।

সন্ধ্যা ৬ টা ১ মিনিটে শুরু হয় আতজ বাজি প্রদর্শনী, পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions