রাঙামাটিতে ৮০ হাজার শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

প্রকাশঃ ০৯ জানুয়ারী, ২০২০ ০৭:১৮:৫৪ | আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৪ ০৬:১১:৩৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। এবার রাঙামাটি জেলায় ৭৯ হাজার ৪৪৬ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু খাবে নয় হাজার ২৯টি ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু খাবে ৭০ হাজার ৪১৭ ক্যাপসুল। এ সময় পুরো জেলায় মোট ১ হাজার ৩১৫টি কেন্দ্র খোলা থাকবে। স্বেচ্ছাসেবী কর্মী, মাঠকর্মী ও তদারককারী হিসেবে দুই হাজার ৮৭১ জন দায়িত্বে থাকবেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারী) দুপুরে রাঙামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ে ‘সংবাদিক ওরিয়েন্টেশন’ ডা. শহীদ তালুকদার এসব তথ্য জানান । তিনি জানান, আগামী ১১ জানুয়ারি সারাদেশে একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে জেলাসদর সহ জেলার ১০ উপজেলায় এক যোগে এ কর্মসুচি সফল করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ নিহার রঞ্জন নন্দী, ডা. মোস্তফা কামাল, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সিনিয়র সাংবাদিক একেএম মকছুদ আহমেদ।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions