রাইখালীতে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেলো মোটর সাইকেল চালকের

প্রকাশঃ ০৮ জানুয়ারী, ২০২০ ১০:৪৯:৫৮ | আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৪ ০৩:৪০:২২
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। কাপ্তাইয়ের রাইখালীর দেবতাছড়া এলাকায় আঞ্চলিক দলের সন্ত্রাসীদের গুলিতে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) দুপুর আড়াইটায় স্থানীয় কার্বারী এক কার্বারীকে লক্ষ্য করে সশস্ত্র সন্ত্রাসীরা গুলি ছুড়লে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক বাচিমং মারমা (৩০) নিহত হয় বলে জানা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাইখালী ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. এনামুল হক বলেন, একদল সশস্ত্র সন্ত্রাসী গুলি করে দেবতাছড়া (গবাছড়া ও নাইক্যছড়া এর মাঝামাঝি) এলাকায় স্থানীয় ক্যাচিংপ্রæ মারমার ছেলে বাচিমং মারমাকে হত্যা করে বলে খবর পেয়েছি। যতটুকু জেনেছি নিহত যুবক কোন রাজনীতির সঙ্গেই যুক্ত ছিলেন না। নিহত যুবক পেশায় শুধু মাত্র একজন মোটরসাইকেল চালক ছিলেন।

স্থানীয় ও গোয়েন্দা সুত্রে জানা যায়, পাহাড়ের আঞ্চলিক দল জেএসএস (মূল দল) সমর্থিত সশস্ত্র সন্ত্রাসীরা দেবতাছড়া (গবাছড়া ও নাইক্যছড়া এর মাঝামাঝি) এলাকায় স্থানীয় কার্বারী কেওসাচিং মারমাকে হত্যার উদ্দেশ্যে গুলি ছুড়লে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক বাচিমং মারমা ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢুলে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত সমগ্র এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় জোরদার করা হয়েছে পুলিশের টহল।   

চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) মো. শফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই মাত্র (বুধবার সন্ধ্যা ৬টা) মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এখনো কোন মামলা রুজু হয়নি।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions