রাঙামাটিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

প্রকাশঃ ০৯ ডিসেম্বর, ২০১৯ ০৭:২৩:৫৯ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ০৩:৪৬:৩৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে রাঙামাটিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে  ঘন্টাব্যাপী মানববন্ধনে রাঙামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক এস,এম শফি কামাল, জেলা দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক জিএম আহসানুর করিমসহ অন্যান্য কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক এস,এম শফি কামাল, অতিরিক্ত পুলিশ সুপার তাপস ঘোষ, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন।

আলোচনা সভায় রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন, আজকের প্রজন্মই আগামী দিনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বে। আমাদের তরুণ প্রজন্ম দূর্ণীতিকে ঘৃণা করে। তিনি বলেন, বাংলাদেশ এক সময় দূর্ণীতিতে চ্যাম্পিয়ান হতো। সে দৃশ্যপট এখন পাল্টে গেছে। দূর্ণীতির পরিমান দ্রুত হ্রাস পাচ্ছে। এ অবস্থা থেকে পুরোপুরি উত্তোরনে বর্তমান প্রজন্মইকে এগিয়ে আসতে হবে। তিনি দেশকে দূর্ণীতি মুক্ত রাখতে ছাত্র-ছাত্রীদের লেখা-পড়া শিখে সুশিক্ষায় শিক্ষিত হয়ে  ভালো মানুষ হয়ে গড়ে উঠার আহবান জানান।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions