ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় খাগড়াছড়িতে জরুরী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ০৯ নভেম্বর, ২০১৯ ০৫:০১:১২ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৯:১৩:০৯
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। ধেয়ে আসা ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় খাগড়াছড়িতে জরুরী প্রস্তুতি সভা করেছে জেলা প্রশাসন। শনিবার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

এতে খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, সিভিল  সার্জন ডা: মো: ইদ্রিস মিয়া, খাগড়াছড়ি পৌর মেয়র মোঃ রফিকুল আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলমসহ বিভিন্ন দফতরের বিভাগীয় প্রধান, জনপ্রতিনিধি, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভা থেকে জেলায় অস্থায়ী আশ্রয়কেন্দ্র প্রস্তুতি রাখা, সচেতনমূলক মাইকিং, পাহাড় ধসসহ জরুরী প্রয়োজনে সম্মিলিতভাবে ঘূর্ণিঝড় মোকাবেলায় কাজ করার সিদ্ধান্ত গৃহিত হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions