আলীকদমে সেনাবাহিনীর উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মাঝে চিকিৎসা সেবা প্রদান

প্রকাশঃ ০৮ নভেম্বর, ২০১৯ ০৯:২৫:৫০ | আপডেটঃ ১৮ মার্চ, ২০২৪ ০৮:৩৭:৪৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের আলীকদম সেনা জোন ( প্রত্যয়ী তেইশ) এর আয়োজনে আলীকদম ম্রো কমপ্লেক্সের ছাত্র ছাত্রীদের বিনামুল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ঔষুধ বিতরন করা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১০টায় আলীকদম সেনা জোন প্রত্যয়ী তেইশ এর আয়োজনে এই চিকিৎসা চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেবা ক্যাম্পে উপস্থিত থেকে আলীকদম  ম্রো কল্যাণ ছাত্রাবাসের ছাত্র ছাত্রীদের বিনামুল্যে স্বাস্থ্য পরীক্ষা করেন আলীকদম সেনা জোন এর ডাঃ মেজর জিহান সাবা, ডাঃ ক্যাপ্টেন সাদমান সিফাতসহ প্রমুখ।

এসময় প্রায় ১৩২জন শিক্ষার্থীকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরন করেন সেনাবাহিনীর সদস্যরা।

আলীকদম সেনা জোন প্রতি ত্রৈমাসিক  ম্রো কমপ্লেক্সের ছাত্রছাত্রীদের এই স্বাস্থ্য সেবা দিয়ে আসছে এবং বিনামূল্য এই চিকিৎসা সেবা ও ঔষুধ পেয়ে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাচ্ছে অসহায় ছাত্র-ছাত্রীরা এমনটাই জানান  ম্রো কমপ্লেস্কের তত্বাবধায়ক ইয়ং লক  ম্রো।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions