খাগড়াছড়িতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু

প্রকাশঃ ০৬ নভেম্বর, ২০১৯ ১০:৫৬:১১ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ১১:৫৪:০০
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। “সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ দুর্যোগ মোকাবেলার সর্বোত্তম উপায়” প্রতিপাদ্যে পাহাড়ী জনপদ খাগড়াছড়িতে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ। বুধবার সকালে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ভবনে সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

পরে অগ্নি দুর্ঘটনারোধে করণীয় ও মোকাবেলা সর্ম্পকে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, অগ্নিকান্ড একটি প্রাকৃতিক দুর্যোগ। অন্যান্য দুর্যোগ মোকাবেলায় যেমন প্রস্তুতি গ্রহণ করতে হয় তেমন ভাবে অগ্নি দুর্ঘটনারোধে সকলকে প্রস্তুতি রাখতে হবে। ইমারত নির্মাণের ক্ষেত্রে অগ্নি নির্বাপণের প্রয়োজনীয় ব্যবস্থা যাতে নিশ্চিত করা হয় সেদিকে পৌরসভা কর্তৃপক্ষকে নজরদারি রাখার অনুরোধ করা হয়।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্ডের উপ সহকারী পরিচালক মো. দিদারুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রওনক আলম ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শানে আলম প্রমুখ।

সভায় জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions