বাঘাইছড়িতে সমবায় দিবস পালিত

প্রকাশঃ ০২ নভেম্বর, ২০১৯ ১২:৩৯:৪২ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ১২:০২:২৪
সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যকে ধারণ করে রাঙামাটির বাঘাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে ৪৮-তম জাতীয় সমবায় দিবস। এই দিবসকে ঘিরে বাঘাইছড়ি  উপজেলা প্রশাসনের উদ্যাগে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি বাঘাইছড়ি  পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় যোগ দেন।বাঘাইছড়ি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমেটেড এর সভাপতি দিলীপ কুমার দাশের  সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আনন্দ মোহন পালিত ।

উপজেলা উপজেলা বিআরডিবি  কর্মকর্তা  মোঃ জহির এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবীব জিতু।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাঘাইছড়ি  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ,বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ মনজুর, বাঘাইছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা নব আলো চাকমা প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আহসান হাবীব জিতু  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো একটি ক্ষুধা ও দারিদ্রমুক্ত আত্মনির্ভরশীল দেশ ঘটন করা। সে স্বপ্ন পূরণে তিনি সমবায়কে বিশেষ গুরুত্ব দিয়েছেন।                                                             
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       
এদেশের কৃষি ও পল্লী উন্নয়নের এবং গ্রামকে শহরে রুপান্তরের জন্য সমবায়ের ভুমিকা অপরিসীম। তাই যারা সমবায়ের সাথে যুক্ত তাদেরকে এলাকার, সমাজের তথা দেশের উন্নয়নের স্বার্থে কাজ করতে হবে।

এসময় সমবায়ির পক্ষ থেকে বক্তব্য রাখেন- বিভিন্ন সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions