বান্দরবানে অপহৃত কার্বারী আথুই মং উদ্ধার

প্রকাশঃ ১৮ মে, ২০১৮ ০৮:৪৪:১৩ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ০৬:১৭:৩০
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের থানচি থেকে অপহরণের ৮ দিন পর পাড়া প্রধান (কার্বারি) আথুই মং মারমাকে (৫৫) উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে যৌথবাহিনী অভিযান চালিয়ে পাহাড়ি ঝিড়ির পার্শ্ববর্তী এলাকা থেকে তাকে উদ্ধার করে।

জানা যায়, আথুই মং মারমাকে উদ্ধারে জেলার থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের মিয়ানমার সীমান্তবর্তী জিন্না পাড়া, উহ্লাচিং পাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী ও বলিপাড়া ব্যাটেলিয়নের বিজিবি সদস্যরা। এ সময় চোখ বাঁধা অবস্থায় পাহাড়ি ঝিড়ির পার্শ্ববর্তী এলাকা থেকে থানছির তুংখং পাড়া প্রধান (কার্বারি) আথুই মং মারমাকে উদ্ধার করা হয়। এর আগে গত ১০ মে থানচি উপজেলার সদর ইউনিয়নের তুংখং পাড়া থেকে অস্ত্রের মুখে আথুই মং মারমাসহ তিনজনকে অপহরণ করেছিল দুর্বৃত্তরা।

পরের দিন আথুই মং মারমার স্ত্রী আদিমা মারমা (৪২) ও বোন মেনু প্রু মারমাকে (২২) ছেড়ে দেয়া হয়।

বলিপাড়া বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল হাবিবুল হাসান জানান, অভিযানের মুখে দুর্বৃত্তরা আথুই মংকে রেখে পালিয়ে গেছে। কয়েক দিন ঠিকমতো না খাওয়ায় তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছে ,বলিপাড়া ব্যাটেলিয়নে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions