খাগড়াছড়িতে শেখ রাসেলের ৫৫তম জন্ম দিন পালিত

প্রকাশঃ ১৮ অক্টোবর, ২০১৯ ০৮:২৮:৩২ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০২:৫৯:৩৩
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়ছড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫ তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। শেখ রাসেলের ৫৫ তম জন্ম বার্ষিকী এই উপলক্ষে ১৮ অক্টোবর শুক্রবার সকালে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমীর যৌথ আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি হলে  সাংকৃতিক অনুষ্ঠান, আবৃত্তি, চিত্রাংকনসহ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা এবং শেখ রাসেলের সম্পর্কিত আলোচনা সভা  ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এসময় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, জেলা পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান পিপিএম সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম,খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়–য়াসহ শিশু, অভিভাবক, গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

এসময় বিভিন্ন প্রতিযোগিতাদের বিজয়ীদের মাঝে পুরস্কার হাতে তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য ।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions