খাগড়াছড়িতে মুক্ত জলাশয় থেকে বর্জ্য অপসারণ

প্রকাশঃ ০৫ অক্টোবর, ২০১৯ ০৬:৪৬:৫৪ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০২:১৫:১৯
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। “পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” স্লোগানে খাগড়াছড়িতে মুক্ত জলাশয় থেকে বর্জ্য অপসারণ করেছে বিডি ক্লিন নামে সামাজিক একটি সংগঠন। শনিবার দুপুরে খাগড়াছড়ি বাজার পুকুর থেকে পলিটিন, প্লাস্টিক বোতল ও ময়লা আবর্জনা অপসারণ করে সংগঠনের স্বেচ্ছাসেবকরা।

এ সময় খাগড়াছড়ি বাজারের বিভিন্ন সড়কে জমা থাকা ময়লা আবর্জনা পরিস্কারের পাশাপাশি যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলতে ব্যবসায়ী ও পথচারীদের আহ্বান জানানো হয়।

বিডি ক্লিন খাগড়াছড়ি শাখার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুক্ত জলাশয় ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পালন করে সংগঠনটি।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions