জেলা ত্রান গুদাম কাম দুর্যোগ ব্যবস্থানা কেন্দ্রের নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশঃ ৩০ সেপ্টেম্বর, ২০১৯ ১১:৪১:৫০ | আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৪ ১১:৩৬:৫১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলা ত্রান গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের বাউন্ডারির মধ্যে এই ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।  
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এস এম শফি কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শারমিন আলমসহ জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এসময় জেলা প্রশাসন একে এম মামুনুর  রশিদ জানান, পার্বত্য জেলায় সকল প্রকার দুর্যোগ মোকাবেলায় এবং দুর্যোগ পরবর্তী ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান সামগ্রী দ্রুত পৌছানোর পাশাপাশি দুর্যোগের সময় জানমালের ক্ষতির পরিমান কমানোর জন্য এই অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে  ত্রান  গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা  তথ্য কেন্দ্রের নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫৫ লক্ষ টাকা।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions