ডাকসুতে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার প্রতিবাদে ছাত্রসেনার মানববন্ধন

প্রকাশঃ ৩০ সেপ্টেম্বর, ২০১৯ ১১:৩৯:৫৭ | আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৪ ০৫:১৩:৩৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্মভিত্তিক রাজনীতির চর্চা নিষিদ্ধ করার  ডাকসুর কার্যনির্বাহী সভার সিদ্ধান্তকে অযৌক্তিক ও  সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১০ টায়  বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন   ইসলামী ছাত্রসেনা রাঙামাটি জেলার  সভাপতি ইসমাইল হোসেন মুন্না, সাধারণ সম্পাদক শাহজাদা আব্দুল বারী,সাবেক সভাপতি তারেক আজিজ,ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন চৌধুরী, জেলা যুবসেনার  সভাপতি আলী খান।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর তৃতীয় কার্যকরী পরিষদের সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্ম ভিত্তিক ছাত্র সংগঠনগুলোর নিষিদ্ধের সিদ্ধান্ত গ্রহন করে।এই সিদ্ধান্ত সম্পূর্ণ অসাংবিধানিক ও অগণতান্ত্রিক। ডাকসুর অগণতান্ত্রিক সিদ্ধান্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ২৭,২৮,৩২,৩৭,৩৮,৩৯,৪১ অনুচ্ছেদ   লংঘন করা হয়েছে। এসময় তারা ডাকসুর অসাংবিধানিক  সিদ্ধান্ত বাতিল, ছাত্রসংসদ নির্বাচনের ব্যবস্থা,সকল সংগঠনের সহঅবস্থান নিশ্চিত,মাদরাসা শিক্ষার্থীদের অংশগ্রহনের ও ভর্তি সুযোগ এবং বৈষম্যমুক্ত শিক্ষার পরিবেশ এই ৫ দফা দাবি পেশ করেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions