রাঙামাটি পাবলিক কলেজের প্রথম পুর্ণমিলনী অনুষ্ঠিত

প্রকাশঃ ২৮ সেপ্টেম্বর, ২০১৯ ০৭:২০:৩১ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৫:৩৬:০২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। “আকাশ ছোঁয়া স্বপ্নগুলো শামিল হোক এই মহামিলনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটি পাবলিক কলেজের ১ম পূর্ণমিলনী অনুষ্ঠান হয়েছে।

আজ শনিবার সকালে অস্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গনে রাঙামাটি পাবলিক কলেজের ১ম পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার। পুনর্মিলনী উদ্বোধন করেন রাঙামাটির সাবেক জেলা প্রশাসক ও পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) বর্তমানে অতিরিক্ত সচিব মোঃ মোস্তফা কামাল।

জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মন্ত্রী পরিষদের যুগ্ম সচিব ও সাবেক রাঙামাটি জেলা প্রশাসক মোঃ শামসুল আরেফিন, রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবীর।

এর আগে রাঙামাটি পাবলিক কলেজের ১ম পুনর্মিলনী উপলক্ষে রাঙামাটি তবলছড়ি টেক্সটাইল মার্কেট থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অস্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions