রাঙামাটিতে সিএনজি উল্টে নিহত ১ আহত ৪

প্রকাশঃ ২০ সেপ্টেম্বর, ২০১৯ ১২:২৭:৫৭ | আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৪ ১১:১২:৪৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে সিএনজি উল্টে একজন নিহত ও  ৪ শ্রমিক আহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টায় শহরের যুব উন্নয়ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের নাম মো.ফারুক(৪৫) আহতরা হলেন-মো. আমান উল্লাহ(২২) রেজাউল (৩৫), মো.রায়হান (২৩) ও লাম্বীনি চাকমা(৫)। আহত শিশু ছাড়া বাকিরা সবাই শ্রমিক বলে জানা গেছে।

জানা গেছে,শহরের যুব উন্নয়ন এলাকায় সিএনজি উল্টে গিয়ে শ্রমিক মো.ফারুকসহ সবাইকে সদর হাসপাতালে নিয়ে
যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা.শুভ্রসোম চাকমা ফারুককে মৃত বলে ঘোষনা করেন। বাকিদের হাসপাতালে ভর্তি রয়েছে। লাম্বানি চাকমা ছাড়া  নিহত ফারুক ও আহতদের  সবার বাড়ি চাপাইনবাবগঞ্জ। তারা এখানে দিনমজুরি কাজ করতে এসেছে ।

এদিকে গতকাল বৃহস্পতিবার রাঙামাটি চট্টগ্রাম সড়কের কলা বাগান নামক স্থানে সিএনজি এবং ট্রাকের সাথে ধাক্কা লেগে রাঙামাটিগামী সিএনজির যাত্রী আবদুর রহিম গুরুতর আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। জানা গেছে
আবদুর রহিম লংগদু উপজেলার করল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions