বাজার মুদির দোকান কর্মচারী সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশঃ ২০ সেপ্টেম্বর, ২০১৯ ০৮:০৭:২২ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ১১:৫৬:০১
সিএইচটি টুডে ডট কম,বান্দরবান। “ আজকে মোদের অঙ্গীকার,শহর করব পরিষ্কার ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বান্দরবানে বাজার মুদির দোকান কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বান্দরবান বাজার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

শুক্রবার দুপুরে বান্দরবান বাজার মুদির দোকান কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে বান্দরবান প্রেসক্লাবের সামনে হতে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়ে বাজারের বিভিন্ন অংশ পরিষ্কার পরিচ্ছন্ন করার পর স্থানীয় মারমা বাজারে গিয়ে এই অভিযান সমাপ্তি হয়।
 
এসময় বাজার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে বাজার মুদির দোকান কর্মচারী কল্যাণ সমিতির সদস্যরা বাজারের বিভিন্ন অলিগলির ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং সকলকে নিজ নিজ ব্যবসা প্রতিষ্টান পরিষ্কার রাখার জন্য অনুরোধ করেন।

পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরুর আগে প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। বান্দরবান বাজার মুদির দোকান কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো:আরিফের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বান্দরবান বাজার মুদির দোকান ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সভাপতি হাফেজ মো:আজিজুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান বাজার মুদির দোকান ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাশ,সহ-সভাপতি মো:নুর আলম, বান্দরবান বাজার মুদির দোকান কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক  নুর আলম, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক শিমুল কান্তি দাশ,বান্দরবান বাজার মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি মো:আবু তাহেরসহ প্রমুখ।

 
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions