ডেঙ্গুতে প্রাণ গেল রুমা উপজেলা চেয়ারম্যানের সহধর্মিনী ডমেচিং মারমা'র

প্রকাশঃ ১২ সেপ্টেম্বর, ২০১৯ ০৬:৪৫:৪০ | আপডেটঃ ২০ মার্চ, ২০২৪ ০২:৩৫:১৮
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। ডেঙ্গুতে আক্রান্ত  হয়ে  বান্দরবানের রুমা উপজেলা চেয়ারম্যানের সহধর্মিনী ডমেচিং মারমা (বেবী বড়ুয়া) (৩২) এর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪ টা ৫৭ মিনিটে চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে শারিরীকভাবে অসুস্থতাবোধ করলে রুমার একটি ডায়াগনষ্টিক সেন্টারে পরীক্ষা করে ডেঙ্গু ধরা পড়ে তার। পরে তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোরে মারা যান।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, স্বামী ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

এদিকে তার মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আজ তার মরদেহ চট্টগ্রাম থেকে তার নিজ বাড়ি রুমায় নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, পার্বত্য এলাকায় ডেঙ্গুতে এই প্রথম কেউ মারা গেলো।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions