মাতৃভাষায় শিক্ষার এক বছরের অভিজ্ঞতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশঃ ০৯ সেপ্টেম্বর, ২০১৯ ০৫:৪৫:২৩ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৬:১৮:২৮
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। :খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মাতৃভাষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বছরের শিক্ষা কার্যক্রমের অভিজ্ঞতার উপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে খাগড়াছড়ির ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের হল রুমে সেমিনারের আয়োজন করা হয়।

ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের আহ্বায়ক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য জুয়েল চাকমার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হাবিব উল্লাহ মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহ উদ্দিন, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন, পার্বত্য জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা, ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত উপ-পরিচালক জীতেন চাকমা ও পোমাং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিকা ত্রিপুরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কংজরী চৌধুরী বলেন, বর্তমান সরকার ক্ষুদ্র জাতি গোষ্ঠী সমূহের মাতৃভাষা ও সংস্কৃতি রক্ষায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর ধারাবাহিকতায় প্রাক প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত চাকমা, মারমা ও ত্রিপুরাসহ ৫টি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মাতৃভাষায় পাঠ্যপুস্তুক বিতরণ করা হয়েছে শিক্ষার্থীদের। আগামীতে এই কার্যক্রম আরও গতিশীল পাবে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions