লামায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশঃ ০৭ সেপ্টেম্বর, ২০১৯ ১২:০৩:০৭ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ০৬:৪০:৪৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের লামা উপজেলায় বেবি আক্তার (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। পারিবারিক বিরোধের জের ধরে স্বামীর সঙ্গে অভিমান করে শনিবার দুপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি ঢেকিছড়া পাড়ায় এ ঘটনা ঘটে। বেবি আক্তার ঢেকিছড়া পাড়ার বাসিন্দা ফজল কাজীর স্ত্রী।

জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে শনিবার সকালে বেবি আক্তারের সঙ্গে স্বামী ফজল কাজীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার পর স্বামী কাজে বের হন। এর কিছুক্ষণ পর অভিমান করে ঘরের বিমের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বেবি আক্তার। পরে স্বামী ঘরে ফিরে স্ত্রীকে বিমের সঙ্গে ঝুলতে দেখে পুলিশে খবর দেন।

গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে লামা থানার ওসি অপ্পেলা রাজু নাহা বলেন, গৃহবধূ বেবি আক্তারের লাশের প্রাথমিক তদন্ত শেষে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions