৭২ ঘন্টায় রাঙামাটিতে কোন ডেঙ্গু রোগী পাওয়া যায়নি

প্রকাশঃ ২১ অগাস্ট, ২০১৯ ১১:০৯:৩১ | আপডেটঃ ২৬ মার্চ, ২০২৪ ০৮:২৬:৩২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। গত ৭২ ঘন্টায় রাঙামাটিতে কোন ডেঙ্গু রোগী পাওয়া যায়নি। রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র এ তথ্য জানিয়েছে। এদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে যৌথভাবে কাজ করছে রাঙামাটি পৌরসভা ও জেলা স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে এ বছর এখনো পর্যন্ত ৪৬ জন ডেঙ্গু রোগীকে শনাক্ত করা হয়েছে। যার দুই তৃতীয়াংশ ঢাকা থেকে আসা। গত বছর ছিল ১২৯ জন।

রাঙামাটি  সিভিল  সার্জন ডা. শহীদ তালুকদার বলেন,  আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণে নিরলস কাজ করে যাচ্ছি। যে এলাকা থেকে রোগী এসে হাসপাতালে ভর্তি হচ্ছে সেসব এলাকা চিহ্নিত করে সাথে সাথে পৌরসভার মশা নিধনকারী দল ঘটনাস্থলে গিয়ে স্প্রে করছে। এসময় স্থানীয় পৌর কাউন্সিলর ও স্বাস্থ্য বিভাগের লোক উপস্থিত থাকে। ডেঙ্গু রোগীদের চিকিৎসা সম্পূর্ণ বিনামুল্যে করা হচ্ছে।  ডেঙ্গু পরীক্ষা, ঔষধ বিতরণ সম্পূর্ণ ফ্রিতে করা হচ্ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে জেলায় ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে সচেতনতা কর্মসূচি অব্যাহত আছে জানান সিভিল সার্জন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions