রাঙামাটির বাঘাইছড়িতে প্রতিপক্ষের গুলিতে জেএসএস এমএন লারমা গ্রুপের ২ নেতা নিহত

প্রকাশঃ ১১ অগাস্ট, ২০১৯ ০৩:৪৬:১৩ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৬:৫০:০৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় জেএসএস  এমএন লারমা গ্রুপের ২নেতাকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। রোববার (১১ আগষ্ট) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলায়  বাবু পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেএসএস এমএন গ্রুপের কেন্দ্রীয়  যুব সমিতি’র  সাধারণ সম্পাদক শতসিদ্ধী চাকমা (৩৮) এবং বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক এনো চাকমা (৩৫)।

স্থানীয়  সূত্রে জানা গেছে, রোববার দিবাগত  রাতে জ্এেসএস  এমএন লারমা গ্রুপের নিহত ২ নেতা বাবু পাড়া এলাকার রিপন চাকমার বাড়িতে অবস্থান করছিলেন। এমন সময় রাত পৌনে ১২টার সময়  একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। তবে কারা এ হত্যাকান্ডের সাথে জড়িত তা এখনো জানা যায়নি। বর্তমানে ঘটনাস্থল ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। এলাকায় থমথমে পরিস্থতি বিরাজ করছে।
জেএসএস এমএন লারমা গ্রুপের নেতা  জসি চাকমা  ঘটনার জন্য প্রতিপক্ষ মুল জনসংহতি সমিতিকে দায়ী করে বলেন, জেএসএস সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসের ক্যাডার নয়ন চাকমার নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাদের নেতৃবৃন্দ রাতের খাবার খেয়ে বিশ্রাম করতে গেলে ব্রাশ ফায়ার করে হত্যা করেছে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, পুলিশ ঘটনাস্থল থেকে পুলিশ দুইজনের লাশ উদ্ধার করেছে। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য কাল সকালে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions