ছাত্রীকে মারধর ও অপবাদ দেয়ার অভিযোগ এনে শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশঃ ০৪ অগাস্ট, ২০১৯ ০৭:১২:২০ | আপডেটঃ ০৩ মে, ২০২৪ ০৬:১৩:৫৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি শহরের রাঙামাটি মডেল স্কুল এন্ড কলেজের এক শিক্ষার্থীকে মারধর ও অপবাদ দেয়ার অভিযোগ এনে শিক্ষকের শাস্তি দাবি করে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ রোববার সকাল ১১টায় রাঙামাটি প্রেসক্লাবের সামনে রিজার্ভবাজার এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধন থেকে অভিযোগ করা হয়, গত ৩০ জুলাই ইংরেজী পড়া না পারায় ওই স্কুলের ইংরেজী শিক্ষক আতাউর রহমান তাকে মারধর করে এবং অপবাদ দেয়। ওই শিক্ষকের বিরুদ্ধে কতৃপক্ষকে জানালেও কোন ব্যবস্থা না নিয়ে ছাত্রীকে উল্টো অপবাদ দেয়। ৮ম শ্রেণীর ওই শিক্ষার্থী অপবাদ সইতে না পেরে গত ৩০ জুলাই ৩ তলা থেকে লাফ দিয়ে আত্বহত্যার চেষ্টা করে।

মানববন্ধন থেকে আত্বহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগ এনে ওই শিক্ষকের শাস্তি দাবি করা হয়।

তবে স্কুলটির সহকারি প্রধান শিক্ষক জিল্লুর রহমান বলেছেন, অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন, শিক্ষককে মারধরের ঘটনা ধামাচাপা দিতে একটি মহলের প্ররোচনায় ছাত্রীর পরিবারটি শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। একটি মহল ঘটনা যা ঘটেনি তার চেয়ে বেশী প্রপাগান্ডা চালাচ্ছে।  

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions