বান্দরবান সদর হাসপাতালে ডেঙ্গু নিয়ে এক ছাত্রের ভর্তি

প্রকাশঃ ৩০ জুলাই, ২০১৯ ০৬:২৫:৪৮ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৪:১২:০১
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে ডেঙ্গু রোগ নিয়ে ঢাকা নটরডেম কলেজের ১ম বর্ষের ছাত্র রেমিউ চিং মার্মা বান্দরবান সদর হাসপাতালে ভর্তি হয়েছে ।

বান্দরবান সদর হাসপাতাল সুত্রে জানা যায় ,মঙ্গলবার সকালে ঢাকা থেকে ৬ দিন ডেঙ্গু রোগে আক্রান্ত থেকে সকালে বান্দরবান সদর হাসপাতালে রেমিউ চিং মার্মা ভর্তি হয়। ডাক্তাররা জানান ,তার শরীরে ডেঙ্গু রোগের জীবানু রয়েছে এবং ঢাকায় কয়েকদিন প্রাথমিক চিকিৎসা করে টাকা পয়সার অভাবে বান্দরবান চলে আসে।

রেমিউ চিং মার্মার পিতা উথোয়াইচিং মার্মা জানান, ৬ দিন ঢাকায় ডেঙ্গু রোগে আক্রান্ত থেকে সকালে বান্দরবান সদর হাসপাতালে রেমিউ চিং মার্মাকে ভর্তি করা হয়েছে ,রেমিউ চিং মার্মার বাড়ী বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার নতুন পাড়ায় ।

এদিকে হঠাৎ করে বান্দরবান সদর হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হওয়ায় আতংকিত হয়ে পড়েছে রোগী ও ডাক্তাররা।

বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা:প্রত্যুষ পল ত্রিপুরা জানান, ডেঙ্গু রোগের জন্য বান্দরবানে পর্যাপ্ত ডাক্তার নেই এবং প্রয়োজনীয় সরঞ্জামের ও অভাব রয়েছে ,তারপরে ও ভর্তি রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions