খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

প্রকাশঃ ১৮ জুলাই, ২০১৯ ০২:৫৩:৫৬ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ১১:৩৯:৩০
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। “মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” “মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি”  স্লোগানে খাগড়াছড়িতে শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। বৃহস্পতিবার সকালে মৎস সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, নদী, খাল ও ছড়া দূষণের কারণে দেশীয় প্রজাতির অনেক মাছ এখন বিলুপ্তির পথে। মানবদেহের আমিষের চাহিদা পূরণ ও মাছে ভাতে বাঙ্গালীর গৌরব ফিরিয়ে আনতে মুক্ত জলায়শ দূষণমুক্ত রেখে মৎস চাষের আওতায় আনতে কৃষকদের প্রতি আহ্বান জানান।

সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শতরূপা চাকমার সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শানে আলম, অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার শামসুন নাহার, পার্বত্য জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা, জেলা মৎস কর্মকর্তা প্রমূখ।

আলোচনা সভা শেষে খাগড়াছড়ি সরকারি কলেজের মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions