রাঙামাটিতে চোরাই সেগুন কাঠ আটক করেছে বন বিভাগ

প্রকাশঃ ১৬ জুলাই, ২০১৯ ০৭:৫৯:০৩ | আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৪ ০৯:১৯:৩০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে বিপুল পরিমান চোরাই সেগুন কাঠ আটক করেছে  পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের লোক জন গিয়ে এসব সেগুন কাঠ জব্দ করেন। কাঁঠালতলী এলাকার হাজি স’মিল থেকে প্রায় ১৯২ ঘনফুট সেগুন ও গামারি গোল কাঁঠ উদ্ধার করা হয়েছে। যার বাজার আনুমানিক মূল্য ১লক্ষ ১৫হাজার ২শ’টাকা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী ও বনবিভাগ অভিযান চালিয়ে এসব চোরাই কাঠ আটক করা হয়। পরে দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জার মো.মোশারফ হোসেন এসব কাঠ উদ্ধার করে বন বিভাগে নিয়ে আসেন।

দক্ষিণ বন বিভাগ সূত্রে আরো জানা গেছে, কাঁঠ উদ্ধার কালে কাউকে আটক করা সম্ভব হয়নি। এব্যাপারে বন বিভাগের আইনে একটি ইউডি মামলা দায়ের করাহয়েছে। পরে আইন মোতাবেক নিলামের মাধ্যমে এসব কাঠের টাকা সরকারি কোষাগারে জমা হবে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions