ঘাগড়া বালিকা ফুটবল দলকে আর্থিক সহায়তা দিয়েছে সুবর্ণ ভুমি ফাউন্ডেশন

প্রকাশঃ ২৪ জুন, ২০১৯ ১২:০৬:৩৭ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ১১:১৫:৪৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির কাউখালী ঘাগড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বালিকা ফুটবল দলকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে সেচ্ছাসেবী সংস্থা সুবর্ণ ভুমি ফাউন্ডেশন। সোমবার বিকালে বিদ্যালয়ে গিয়ে এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রা দেওয়ানের হাতে এ সহায়তা তুলে দেন সুবর্ণ ভুমি ফাউন্ডেশনের রাঙামাটি সমন্বয়ক মানবাশীষ চাকমা।

মানবাশীষ বলেন খেলাধুলার উন্নয়ন, বালিকাদের পুষ্টির ঘাটতি পুরণ, খেলাধুলার প্রতিযোগীতায় অংশ নেওয়া, খেলাধুলার সরঞ্জাম ক্রয়ার্থে এ সহায়তা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত ঘাগড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বালিকা ফুটবল দলটি বেশ কয়েক বছর ধরে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী হয়ে সুনাম করে আসছিলেন। এ দল থেকে বর্তমানে মনিকা চাকমা, রূপনা চাকমা, আনুচিং মারমা, আনাই মারমা, ঋতুপুর্না চাকমা মহিলা জাতীয় দলের হয়ে খেলছেন। বর্তমানে এ বিদ্যালয় থেকে আরো কয়েকজন জাতীয় দলের ডাকের অপেক্ষায় রয়েছেন।

আর্থিক সীমাবদ্ধতার কারণে বালিকাদের ফুটবল অনুশীলন ব্যহত হয়ে আসছিল। এ নিয়ে সামাজিক মাধ্যমে লেখালেখির কারণে অনেকে সহায়তার হাত বাড়ায়।

ইতিমধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা বিদ্যালয়ের বালিকা ফুটবল দলের জন্য এক লাখ টাকা বরাদ্ধ দিয়েছেন। রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ ফুটবল টিমের সাথে থাকার আশ্বাস দিয়েছেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions