রাঙামাটির ছিন্নমুল মানুষের ঈদ আনন্দ বাড়িয়ে দিলেন জেলা প্রশাসক

প্রকাশঃ ০৪ জুন, ২০১৯ ০১:৫৫:৩৫ | আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৪ ০২:১৮:২১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। কোন উৎসব পার্বন এলেই পার্বত্য জেলা শহর রাঙামাটিতে হত দরিদ্র পরিবারগুলোর কিছু সহায়তা পাওয়ার আশায় জেলা পরিষদ, জেলা প্রশাসন ও পৌরসভায় ভিড় করেন। এসব সংস্থা থেকে উৎসব আনন্দ পালন করতে ২/৩শ টাকা করে জনপিছু দেয়া হয়। আবার অনেক সময় এসব হত দরিদ্র মানুষ যখন কোন জনপ্রতিনিধির বাসায় ভিড় করেন তখন ওই জনপ্রতিনিধি সহায়তা দেয়ার ভয়ে বাসায় পর্যন্ত থাকেন না।

তবে এবার ঈদ উৎসবে ভিন্ন মাত্রা যোগ করেছেন রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ। পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে হতদরিদ্রদের মধ্যে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যেগে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঈদ সামগ্রী বিতরণ করেন।
ঈদ সামগ্রী বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামাল,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ নজরুল ইসলাম,এনডিসি উত্তম দাশ ,প্যানেল মেয়র মো. জামাল উদ্দিন, কাউন্সিলর করিম আকবরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

রাঙামাটি শহরের প্রায় ৬শ’ গরিব অসহায়দের মধ্যে জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ এসব ঈদ সামগ্রী বিতরণ করেন। ঈদ সামগ্রীর মধ্যে ছিল, সেমাই,চিনি,গুড়া দুধসহ অন্যান্য খাবার জিনিস পত্র।এসময় ঈদ সামগ্রী অনেকে উচ্ছ্বেসিত হয়ে জেলা প্রশাসককে ধন্যবাদ দেন।

কলেজ গেট এলাকা থেকে আসা মরিয়ম বেগম  বলেন, আগে আমাগোরে ১/২ শ টাকা করে দিত, আজকে কাপড় ছাড়া ঈদের সব জিনিস পাইছি আল্লাহ ডিসি সাহেবকে ভালো রাখুক।

রিজার্ভ বাজার থেকে আসা ৬০ বছর বয়সী কলসুম বেগম জেলা প্রশাসকের সহায়তা প্রদান করায় বলেন, কয়েক জায়গায় এরা শুধু ৫০/১শ টাকা দিছে।

জেলা প্রশাসক হিসেবে রাঙামাটিতে যোগদানের পর থেকে একেএম মামুনুর রশীদ প্রতি সপ্তাহে গণশুনানীর মাধ্যম শিক্ষা, স্বাস্থ্যসহ নানা সংকটে মানুষের পাশে দাঁড়িয়েছেন, যেটি রাজনীতিবিদদের  করার কথা ছিল, সেটি জেলা প্রশাসক করেছেন। এছাড়া দুর্গম এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী বিতরন করেছেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions