লংগদুতে জেএসএস (এনএম লারমা) সংগঠককে গুলি করে হত্যা

প্রকাশঃ ৩০ মে, ২০১৯ ০৫:০৮:৪৭ | আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৪ ১০:৪৩:৪৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির লংগদুতে প্রতিপক্ষের গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-এনএম লারমা) গ্রুপের এক সংগঠক নিহত হয়েছে। নিহতের নাম স্নেহ কুমার চাকমা ওরফে ভবতাং (৪৫)।
    
পুলিশ জানিয়েছে, বুধবার দিবাগত মধ্যরাতর দিকে উপজেলার আটারকছড়া ইউনিয়নের ইয়ারিংছড়ি গ্রামের দুর্গম উত্তর র‌্যাংকার্য্যা এলাকায় এ ঘটনা ঘটে। স্নেহকুমার চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-এনএম লারমা) সংগঠক বলে জানা গেছে।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) লংগদু উপজেলার সভাপতি অলঙ্গ চাকমা জানান, ‘সাংগঠনিক কাজে লংগদুতে আসেন স্নেহ কুমার চাকমা। বুধবার দিবাগত মধ্যরাতের পর সশস্ত্র সন্ত্রাসীরা আটারকছড়া ইউনিয়নের ইয়ারিংছড়ি গ্রামে তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।’

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
 
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions