কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়

প্রকাশঃ ৩০ মে, ২০১৯ ১২:৫২:৪৬ | আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৪ ০৬:২৮:৩৬
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনার কলাবাগান এলাকায় বুধবার ভ্রাম্যমান আদালতে অভিযানে হাইকোর্ট কর্তৃক ঘোষিত নিন্ম মানের পণ্য লাচ্ছা সেমাই, মোল্লা সল্ট ও সরিষা তেল বিক্রয় করার অপরাধে সেই সব পণ্য জব্দ করেছে ধ্বংস করা হয়। সেই সাথে কলাবাগানের দাদু বেকারীকে ৪ হাজার, হক বেকারীকে ৪ হাজার সহ মোট ৪ টি দোকানকে সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ও ৫২ ধারায় এই জরিমানা আদায় করেন। কাপ্তাই উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইলিয়াছ, কাপ্তাই  থানার উপ পরিদর্শক মো. খলিলুর রহমান, নির্বাহী কর্মকর্তার পেশকার মো. আলাউদ্দিন ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions