বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশঃ ২৮ মে, ২০১৯ ০১:৫৩:০৬ | আপডেটঃ ০১ মে, ২০২৪ ০৪:৪৫:৫০
সিএইচটি টুডে ডট কম, রাজস্থলী (রাঙামাটি)। রাঙামাটি জেলার কাপ্তাই ৫ আর.ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল তাহসিন বিন আলম, পি.এস.সি বলেছেন পবিত্র রমজান মাস থেকে শিক্ষা নিয়ে পার্বত্য অঞ্চলকে শান্তি সম্প্রীতির নিবাস হিসেবে গড়ে তুলতে সকলকে আন্তরিক হতে হবে। শান্তি চুক্তি সম্পাদনের পর থেকে পিছিয়ে পড়া পার্বত্য অঞ্চলকে সামনের দিকে এগিয়ে নিতে সরকার বিভিন্ন ধরনের উন্নয়ন মুলক প্রকল্প বাস্তবায়ন করে চলছে ।

তাই উক্ত প্রকল্প গুলো বাস্তবায়ন ও এলাকাকে এগিয়ে নিতে শান্তি সম্প্রীতি বজায় রাখতে সকল কে এক যোগে কাজ করার আহ্বান জানান। গতকাল রোববার কাপ্তাই জোন কর্তৃক আয়োজিত বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পে “গোষ্ঠী, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ গড়ি সম্প্রতি রাজস্থলী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইফতার পার্টি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপ্তাই জোনের ডেপুটি জোন কমান্ডার মেজর ঘোরী মোঃ ওলিউর রহমান, রাজস্থলী আর্মি ক্যাম্পে সাব জোন কমান্ডার ক্যাপ্টেন সানজিদ ইসরান সাব্বির, কাপ্তাই জোনের আর এম ও ক্যাপ্টেন আবু ফাত্তাহ মোঃ তৌহিদুল ইসলাম, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নির্বাহি অফিসার মোঃ শেখ ছাদেক, সুখবিলাস ফিসারিজ এন্ড প্লান্টেশন এর চেয়ারম্যান মোহাম্মদ এরশাদ মাহমুদ, সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উসচিং মারমা, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা, বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মোঃ ইমদাদুল হক, রাজস্থালী আর্মি ক্যাম্পের ক্যাম কমান্ডার তামজিদ ফেরদৌস, চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ এস,এম আশরাফ উদ্দিন, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ এস.এম মাহবুবুল আলম, বাঙ্গালহালিয়া বাজার কমিটি সভাপতি আবু সৈয়দ তালুকদার, বাঙ্গালহালিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ শামসুল আলম, হেডম্যান দ্বীপময় তালুকদার, মংসিং চৌধুরীসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions