বান্দরবান পৌরসভার সাবেক কমিশনারকে অপহরণ : আওয়ামীলীগের বিক্ষোভ

প্রকাশঃ ২৩ মে, ২০১৯ ০৩:৪১:৫১ | আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৪ ১২:১২:১২

সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবান সদর উপজেলার উজি হেডম্যান পাড়া থেকে বান্দরবান পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক কমিশনার চথোয়াই মং মার্মাকে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা।


 বুধবার রাত নয়টার দিকে উজি হেডম্যান পাড়ার বাগান বাড়ি থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনার পর তাকে উদ্ধারের জন্য অভিযানে নেমেছে যৌথবাহিনী। এদিকে এই ঘটনার প্রতিবাদে রাত সাড়ে দশটার দিকে বান্দরবান জেলা আওয়ামীলীগ বান্দরবান শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে স্থানীয় বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এসে শেষ হয়।


এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যাশৈহ্লা, সাধারণ সম্পাদক ইসলাম বেবী, যুগ্ন সাধারন সম্পাদক লক্ষীদাশসহ সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। এসময় বক্তারা অনতিবিলম্বে চথোয়াই মংকে উদ্ধারের দাবী জানান, দ্রুত উদ্ধার করা না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষনা করা হবে বলে জানান বক্তারা।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions