খাগড়াছড়িতে মাটির নিচে পাওয়া গেল ৭৫৩ রাউন্ড গুলি

প্রকাশঃ ০৪ মে, ২০১৮ ০২:৩৩:১৭ | আপডেটঃ ১২ মে, ২০২৪ ০৭:৪৩:৩১
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি জেলা পুলিশের নির্মাণাধীন অফিসার্স ক্লাবের পানির ট্যাঙ্কের জন্য মাটি খুঁড়তে গিয়ে পাকিস্তান শাসনামলের ৭৫৩ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে নির্মাণ শ্রমিকরা মাটির খুঁড়ার সময় একটি বরই গাছের পাশে আনুমানিক এক হাত মাটির নিচে গুলির খোসা দেখতে পেয়ে থানায় খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় থ্রী নট থ্রী রাইফেলের ৭৫৩ রাউন্ড গুলি পাওয়া যায়।  
খাগড়াছড়ি সদর থানার ওসি সাহাদাত হোসেন টিটো জানান, গুলির গায়ে “পিওএফ” লেখা দেখে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পাকিস্তান শাসনামলে কেউ হয়ত মাটির নিচে পুতে রেখেছিল।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions