রাজস্থলীতে এস এস সি পরীক্ষার পাশের হার ৫০.৪৬%

প্রকাশঃ ০৮ মে, ২০১৯ ১২:৫৩:৩৬ | আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৪ ১০:৩৯:৩৮
সিএইচটি টুডে ডট কম, রাজস্থলী (রাঙামাটি)। রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় এসএসসি পরীক্ষার পাশের হার ৫০.৪৬%। ফলাফল দেখে অসন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরা। গত ৬মে সারাদেশের ন্যায় রাজস্থলী উপজেলায় এসএসসি পরিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়।

উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমি সুপারভাইজার বিভীষন চাকমার স্বাক্ষরিত এক পত্রে তিনি উল্লেখ করেছেন রাজস্থলী উপজেলায় এই বছরে পাশের হার ৫০.৪৬%। ৪টি বিদ্যালয়ের মধ্যে রাজস্থলী উপজেলা তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৭৫জন। তার মধ্যে থেকে পাশ করেছেন ১১৮জন। পাশের হার ৬৭.৪২%। বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী সংখ্যা ৩১৮জন। তার মধ্যে থেকে পাশ করেছে ১২৮জন। পাশের হার ৪০.২৫%। রাজস্থলী উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩০জন। তার মধ্যে থেকে পাশ করেছে ২০জন। পাশের হার ৬৬.৬৬%। গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৬৭জন। তার মধ্যে থেকে পাশ করেছে ৮৫জন। পাশের হার ৫০.৮৯%।

পরীক্ষার ফলাফল শুনে ছাত্র-ছাত্রীদের অভিভাবক মহল অসন্তোষ প্রকাশ করেছেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions