বান্দরবানে শেষ হল পার্বত্য নদী রক্ষার ২ দিনব্যাপী সম্মিলন

প্রকাশঃ ২১ এপ্রিল, ২০১৯ ০১:৩০:০৫ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ০৯:০১:২৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। পার্বত্য এলাকার নদী রক্ষা ও ঝিড়ি ঝর্ণা সুরক্ষাকে সামনে রেখে বান্দরবানে শেষ হল পার্বত্য নদী রক্ষা সম্মিলন ২০১৯। শনিবার বিকেলে জাতীয় নদী রক্ষা কমিশন ও বাংলাদেশ পরিব্রাজক দলের যৌথ আয়োজনে বান্দরবানের হিলভিউ কনভেনশান হলে দুই দিনব্যাপী এই সম্মিলনের সমাপ্তি ঘটে।

সমাপনী দিনে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড.মুিজবুর রহমান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য মো:আলাউদ্দিন, সদস্য শারমিন সোনিয়ামুরশিদ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়্যারম্যান ক্যশৈহ্লা,রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানকংজরী চৌধুরী,বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নোমান হোসেন,বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সভাপতি মো:মনিরহোসেনসহ নদী গবেষক ও সুশীল সমাজের প্রতিনিধি।

অনুষ্টানের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে বান্দরবানের বিভিন্নঝিড়ি ঝর্ণার তথ্য তুলে ধরে আয়োজকেরা। অনুষ্টানে বক্তারা পার্বত্য এলাকার নদী রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহবান জানান এবং অবৈধ দখলদারদের হাত থেকে নদীকে সুরক্ষিত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ করেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions