খাগড়াছড়িতে অবৈধ লটারী চালানোর দায়ে ২ জনকে অর্থদন্ড

প্রকাশঃ ২৮ মার্চ, ২০১৯ ০১:৫৬:২৬ | আপডেটঃ ০৪ মে, ২০২৪ ০৪:০৫:৩৫
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি।  খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পাট পণ্য বস্ত্র ও হস্তশিল্প মেলায় অবৈধভাবে লটারী চালানোর দায়ে ২ জনকে অর্থদন্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শহর জুড়ে অতিরিক্ত শব্দ দূষণ ও অনুমতি ছাড়া লটারী চালানোর দায়ে বুধবার রাতে মেলা প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল কুমার হাওলাদার। এ সময় শর্ত ভঙ্গ করায় মেলা বন্ধের নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হাশেম জানান, পাট পণ্য বস্ত্র ও হস্তশিল্প মেলার অনুমতি থাকলেও অবৈধ ভাবে লটারী চালানোর দায়ে মেলা বন্ধ করে দেওয়া হয়েছে। অবৈধ ভাবে লটারী চালানোর দায়ে দন্ডবিধি মোতাবেক দুইজনকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

দীর্ঘদিন পর হলেও মেলার নামে শব্দ দূষণ, লটারী, হাউজি এবং অশ্লীলতার বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ দেখে খুশি খাগড়াছড়িবাসী। আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে জেলা প্রশাসনের প্রতি অনুরোধ করেছেন অনেকেই।

উল্লেখ্য, গত ৬ মার্চ জাতীয় পাট দিবস উপলক্ষে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে মাসব্যাপী মেলা শুরু হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions