রাঙামাটিতে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

প্রকাশঃ ২৬ মার্চ, ২০১৯ ১২:৪৬:০৯ | আপডেটঃ ২৬ মার্চ, ২০২৪ ০১:০৭:৫৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি।  সোমবার রাঙামাটিতে গণহত্যা দিবস পালিত হয়েছে। একাত্তরের ভয়াল ২৫ মার্চ গণ হত্যা দিবস উপলক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ আবদুল আলী মঞ্চে এক আলোচনা সবা অনুষ্ঠিত হয়।

রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শফি কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাঙামাটির সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার, রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাসাদ্দিক হোসেন কবির, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, মুক্তিযোদ্ধা রবাট রোনাল্ড পিন্টু, মুজিবুল হক বুরবুল প্রমুখ।

সভায় বক্তারা বলেছেন, একাত্তরে অগ্নিঝরা এদিনে বাঙালী জাতি তথা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছিল ইতিহাসের বিভীষিকাময় ভয়াল ও নৃশংসতম বর্বরতা। একাত্তরে ২৫ মার্চ মধ্যরাতে গণহত্যার নীলনক্সা ‘অপারেশন সার্চলাইট’ নামে পাকিস্থানী দানবরা মেতে উঠেছিল নির্বিচারে স্বাধীনতাকামী বাঙালী নিধনযজ্ঞে। ঢাকাসহ দেশের অনেকস্থানেই মাত্র এক রাতেই হানাদাররা নির্মমভাবে হত্যা করেছিল প্রায় লক্ষাধিক ঘুমন্ত বাঙালীকে।

আজ সেই ভয়াল ও বীভৎস কালরাত্রির স্মৃতিবাহী ২৫ মার্চ। মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। বাঙালী জাতির ইতিহাসে এক নৃশংস, ভয়ঙ্কর ও বিভীষিকাময় কালরাত্রি। তবে এবার জাতির সামনে এই ভয়াল দিনটি এসেছে একটু ভিন্ন মাত্রা নিয়ে। দীর্ঘদিন পরে হলেও স্বাধীনতা দিবস, বিজয় দিবস এবং একুশে ফেব্রুয়ারির মতোই ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্থানী সেনাবাহিনীর ঘটানো গণহত্যাকান্ডের দিনটি জাতীয়ভাবে ‘গণহত্যা দিবস’ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
 
পরে স্থানীয় শিল্পীরা দেশের গান পরিবেশন করেন।

 
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions