বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী পালন

প্রকাশঃ ১৮ মার্চ, ২০১৯ ০১:০৪:৪২ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ০৩:১২:০৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের উদ্যোগে রোববার বিকেলে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে শত বছরের পরাধীনতা থেকে বাঙালী জাতি কখনো মুক্ত হত না। বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বের কারণেই আজ বিশে^র বুকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের নাম বিশ^ মানচিত্রে স্থান করে নিয়েছে।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের উদ্যোক্তা ও পরিচালক ইয়াছিন রানা সোহেলের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক মোঃ শহীদুল ইসলাম রাসেল, উদ্যোক্তা পরিষদ সদস্য অর্নব বড়–য়া, ইব্রাহিম রনি, মাসুদ রানা রুবেল প্রমুখ। এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions