পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে সম্পর্কিত কাজগুলো করবে: নব বিক্রম কিশোর ত্রিপুরা

প্রকাশঃ ২৭ এপ্রিল, ২০১৮ ০৩:২৭:৩৭ | আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৪ ০৫:৩৯:৩০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আজ সকাল ১০টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড “পরিচালনা বোর্ড” এর  ২০১৭-১৮ অর্থ বছরের ৩য় সভা রাঙামাটি পার্বত্য জেলার বোর্ডের প্রধান কার্যালয়স্থ বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বোর্ডের  চেয়ারম্যান জনাব নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি। সভায় আলোচ্যসূচী ছিল গত ১৯ অক্টোবর ২০১৮ তারিখে অনুষ্ঠিত পরিচালনা বোর্ড ২য় সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, ২০১৭-১৮ অর্থ বছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের মার্চ ২০১৮ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজের অবস্থানের নীতিমালা প্রণয়ন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প এর অধীন বিদ্যালয়সমূহ পরিচালনা এবং বিবিধ আলোচনা।

সভায় সভাপতি ও উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ২০১৭-১৮ অর্থ বছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন কাজের তদারকী বাড়ানো জন্য তিন পার্বত্য জেলার জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রতিনিধিগণসহ বোর্ডের সংশ্লিষ্ট সকলকে নিদের্শ দেন। এছাড়াও তিনি প্রকল্প বাস্তবায়ন কাজের গুণগত মান ঠিক আছে কিনা তা প্রকল্প তদারকী সময় বিষয়টি লক্ষ্য রাখা জন্য পরিচালনা বোর্ড সভা সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) সাথে সম্পর্কিত কাজগুলো করে যাবে বলে তিনি বোর্ড সভায় জানান। উক্ত বোর্ড সভায় বোর্ডের প্রকল্প পরিচালক এবং নির্বাহী প্রকৌশলীগণ সংশ্লিষ্ট কাজের অগ্রগতি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন।


সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাননীয় ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ (যুগ্ম-সচিব), সদস্য-প্রশাসন  আশীষ কুমার বড়–য়া(যুগ্ম-সচিব), সদস্য-পরিকল্পনা ড. প্রকাশ কান্তি চৌধুরী, সদস্য-বাস্তবায়ন  মোহাম্মদ হারুন-অর-রশীদ, পার্বত্য চট্টগ্রাম বিষযক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবিএম নাসিরুল আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম, রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর প্রতিনিধি সদস্য জনাব কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধি সদস্য জনাব স্মৃতি বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা পরিষদ এর প্রতিনিধি নির্বাহী কর্মকর্তা জনাব টিটন খীসা, বোর্ডের আইসিডিপি প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মোহাম্মদ ইয়াছিন, বোর্ডের নির্বাহী প্রকৌশলীগণ এবং উঁচুভূমি বন্দোবস্তীকরণ রাবার বাগান ব্যবস্থাপনা কমিটি জেনারেল ম্যানেজার  পুষ্প স্মৃতি চাকমাসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তাবৃন্দ  উপস্থিত ছিলেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions