মোনঘর কারিগরি বিদ্যালয় ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

প্রকাশঃ ২৭ এপ্রিল, ২০১৮ ০৩:২২:০১ | আপডেটঃ ০২ মে, ২০২৪ ০৭:১৪:১৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাড়ে  ৩কোটি টাকার অর্থায়নে রাঙামাটি শহরের রাঙ্গাপানি এলাকায় আজ বৃহস্পতিবার (২৬এপ্রিল) মোনঘর কারিগরি বিদ্যালয় ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

এ সময়  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সাধন মনি চাকমা, পরিষদের নির্বাহী প্রকৌশলী কাজী আবদুস সামাদ, পরিষদের উপ-সহকারী প্রকৌশলী উজ্জল কান্তি দেওয়ান, মোনঘর উচ্চ বিদ্যালয়ের কার্য নির্বাহী পরিষদের সহ-সভাপতি প্রসেনজিৎ চাকমা, ইউএনডিপি সিএইচটিডিএফ এর ট্রেইনার জুমা দেওয়ান,  মোনঘর এর নির্বাহী পরিচালক অশোক চাকমা, মোনঘর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক ঝিমিত ঝিমিত চাকমা’সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

ভিত্তি প্রস্থর স্থাপন শেষে পরিষদ চেয়ারম্যান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ ভবন নির্মাণের স্থানসমূহ পরিদর্শন করেন এবং প্রকল্প সংশ্লিষ্ট রিপ এন্টারপ্রাইজ এর ঠিকাদার ও পরিষদের কর্মকর্তাদের কাজের গুণগতমান ঠিক রেখে দ্রুত প্রকল্প কাজ শেষ করার পরামর্শ দেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions