সেনাবাহিনীর পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান

প্রকাশঃ ১৬ ফেব্রুয়ারী, ২০১৯ ১২:৩৫:৩৬ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ০৭:৩৫:৪২
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। দুর্গম পাহাড়ে মানুষের জীবনমান উন্নয়ন ও নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। আর তারই ধারাবাহিকতায় বান্দরবান সেনা জোন এর আওতায় বান্দরবান বাজারের বোটঘাটায় সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ সহায়তা প্রদান করলো বান্দরবান সেনা জোন।

শুক্রবার সন্ধ্যায় ২৬ বীর বান্দরবান সেনা জোন এর পক্ষ থেকে বান্দরবান বাজারের বোটঘাটায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মধ্যে এই ত্রাণ সহায়তা প্রদান  করা হয় ।

এসময় ২৬ বীর বান্দরবান সেনা জোন এর ওয়ারেন্ট অফিসার মো:ফজলুর হক,বান্দরবান পৌরসভার মহিলা কাউন্সিলর সালেহা বেগম,জোন এনসিও সার্জেন্ট আল-আমিন ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় ২৬ বীর বান্দরবান সেনা জোন এর পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে শীতের কম্বল ও খাবার সামগ্রী প্রদান করা হয়।
প্রসঙ্গত শুক্রবার ভোররাতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে বান্দরবান বাজারের বোটঘাটায় একটি বরফ কারখানা ও পাচঁটি কাচাঘর পুঁেড় ছাই হয়ে যায় এবং ঘটনার পরপরই ক্ষতিগ্রস্থদের পাশে দাড়ায় সেনাবাহিনীর সদস্যরা।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions