খাগড়াছড়িতে পাহাড় ধস প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশঃ ২৩ এপ্রিল, ২০১৮ ১০:৫২:১৫ | আপডেটঃ ১১ মে, ২০২৪ ০২:৪৪:৪১
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে পাহাড় ধস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও সর্তকতামূলক কমর্শালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে খাগড়াছড়ি টাউন হল মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগীতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালা ভারত প্রত্যাগত শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম ও মো: ইউছুফ আলী অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
কর্মশালায় পাহাড় ধস প্রতিরোধে অবৈধ ভাবে পাহাড় কাটা, বন উজাড় ও পাথর উত্তোলনের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনকে জোরালো ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়। এছাড়া পাহাড় ধসে মৃত্যুর ঝুঁকি এড়াতে দূর্যোগকালীন সময়ে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের অন্যত্র ছড়িয়ে নিতে প্রচার প্রচারণার পাশাপাশি আগাম সচেতনতা বৃদ্ধিতে জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।      

কর্মশালা আগে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions