মুল ইউপিডিএফ সমর্থিত জেলা পিসিপির সভাপতি কুনেন্টু চাকমাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী

প্রকাশঃ ০৩ ফেব্রুয়ারী, ২০১৯ ১২:২৭:৩৪ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ১২:৩৮:২৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির নানিয়াচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যাকান্ডের অন্যতম আসামী, মুল ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি কুনেন্ট চাকমাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। শনিবার বিকালের দিকে পরিচালিত এক বিশেষ অভিযানে রাঙামাটি সদরের কুতুকছড়ি উপরপাড়া এলাকা থেকে তাকে আটক করে সেনা ও পুলিশের যৌথবাহিনীর একটি দল। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি ও আদায় করা ৪ লাখ ৫ হাজার ৮০০ টাকা, ইউপিডিএফ প্রসিত গ্রুপের চাঁদা আদায়ের রশিদ বই এবং ৪ সেট মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত কুনেন্টু চাকমা জেলার জুরাছড়ি উপজেলার ধামেরপাড়ার বাসিন্দা ধন মোহন চাকমার ছেলে। সে নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যার অন্যতম আসামি। পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটকে পর সন্ধ্যার দিকে তার কাছ থেকে উদ্ধার করা পিস্তল, টাকা, অন্য সরঞ্জামাদিসহ কুনেন্টু চাকমাকে রাঙামাটি রিজিয়ন সদর দফতরে মিডিয়াকর্মীদের সামনে হাজির করা হয়। এ সময় কুনেন্টু চাকমা উপস্থিত মিডিয়াকর্মীদের কাছে স্বীকারোক্তিমূলক বক্তব্য দেয়।

পুলিশ ও সেনাবাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক কুনেন্টু চাকমা, দলটির চিফ কালেক্টর রবি চন্দ্র চাকমা ওরফে অর্কিড চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের আহবায়ক ধর্মসিং চাকমা, ইউপিডিএফের কাউখালী উপজেলার সংগঠক স¤্রাট চাকমা, সশস্ত্র গ্রুপের সদস্য রনজিৎ চাকমাসহ আরও কয়েকজন আদায় করা ওইসব চাঁদার টাকা বন্টন করছিল। খবর পেয়ে অভিযান চালালে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে অন্যরা পালালেও কুনেন্টু চাকমাকে আটক করতে সক্ষম হন যৌথবাহিনীর সদস্যরা

রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, আটক কুনেন্টু চাকমা নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যার অন্যতম আসামি। এটি পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক রাজনীতির আড়ালে সশস্ত্র গ্রুপগুলোর চাঁদাবাজদের বিরুদ্ধে একটি সফল অভিযান। পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে যৌথবাহিনী।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions