রাজস্থলীতে পুলিশ সেবা সপ্তাহ পালিত

প্রকাশঃ ৩১ জানুয়ারী, ২০১৯ ০৭:২৭:২১ | আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৪ ১১:৩৩:০৫
সিএইচটি টুডে ডট কম, রাজস্থলী (রাঙামাটি)। পুলিশকে সহায়তা করুণ, পুলিশের সেবা গ্রহণ করুন, এ শ্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটি জেলা রাজস্থলী থানার উদ্যোগে পুলিশসেবা সপ্তাহ ২০১৯ পালিত হয়েছে। সেবা সপ্তাহ উপলক্ষে গত ৩১শে জানুয়ারী সকাল ১০ঘটিকার সময় রাজস্থলী থানার সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি রাজস্থলী উপজেলার উত্তর-দক্ষিণ দিক প্রদক্ষিণ করে পুনরায় থানা হয় রুমে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজস্থলী থানার অফিসার ইনচার্জ এস.এম মাহববুল আলম, প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জুনায়েত কাউসার, উপজেলা কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা নুরুন্নবী খন্দকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি উবাচ মারমা। সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান উথান মারমা, লংবতি ত্রিপুরা, মৌলানা নুরুল হক, সামশুল আলম, হারাধন কর্মকার, আজগর আলী খান প্রমুখ। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণীর ব্যাক্তিবর্গ ও পুলিশিং কমিটির সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions