রাঙামাটি শহরের দুটি বিদ্যালয়ে অভিযান চালিয়েছে দুদক

প্রকাশঃ ৩০ জানুয়ারী, ২০১৯ ১১:৪৪:১১ | আপডেটঃ ০৪ মে, ২০২৪ ০৫:২২:৩৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি শহরের দুটি বিদ্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার সকাল ১০ টায় রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে পরে সকাল ১১ টার দিকে রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্বে ছিলেন, দুদক রাঙামাটি কার্যালয়ের সহকারী উপ পরিচালক, সৈয়দ নজরুল ইসলাম,  আবুল বাশার,  উপ পরিদর্শক, শ্যামল নাথ।

সৈয়দ নজরুল ইসলাম বলেন, কোচিং ক্লাশের নামে শিক্ষার্থীদের কাছ থেকে  বাধ্যতামুলক ফি নেওয়া, ফরম ফিলাপ বাবদ বাড়তি ফি আদায়, প্রাইভেট পড়ানোসহ কতগুলো সুনিদির্ষ্ট অভিযোগ পাওয়ার পর এ  সব শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহতভাবে চলবে।

তিনি আরো বলেন, অভিযানে অভিযোগগুলোর বিষয়ে  সত্যতা পাওয়া গেছে। এর ভিত্তি করে ব্যবস্থা নিতে বলা হবে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions