গাড়ী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশঃ ২৩ এপ্রিল, ২০১৮ ১২:৫২:৫৭ | আপডেটঃ ০৬ মে, ২০২৪ ০৫:৩৫:১০
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে পেশাদার গাড়ী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় বান্দরবান কমিউনিটি পুলিশিং ফোরাম ট্রাফিক বিভাগের আয়োজনে হিলর্বাডস্থ যাত্রীসেবা কেন্দ্রে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমুলক কর্মশালার উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার।

এই সময় অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর,সদর উপজেলা চেয়ারম্যান মো:আব্দুল কুদ্দুছসহ বান্দরবানের বিভিন্ন রুটের গাড়ী চালক ও ট্রাফিক পুুলিশের কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এক এক গাড়ী চালক হল অনেকগুলো মানুষের প্রান কর্তা, গাড়ী চালকের হাতে সমস্ত যাত্রীদের জান মাল নির্ভর করে। সামন্য একটু অসেচতনার জন্য ঘটে যেতে পারে অনেক বড় ধরনের বিপদ।এসময় বক্তারা চালকদের সচেতনভাবে গাড়ী চালানোর আহবান জানান এবং ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ জানান।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions