খাগড়াছড়িতে অস্ত্রসহ ২জনকে আটক করেছে সেনাবাহিনী

প্রকাশঃ ২৮ জানুয়ারী, ২০১৯ ০৫:০০:৩২ | আপডেটঃ ০২ মে, ২০২৪ ০২:০৯:০৫
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি জেলা শহরে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ২ ইউপিডিএফ সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতরা হলেন চন্দ্র মোহন ত্রিপুরা(২৫) ও অজুর্ন ত্রিপুরা(২৬)। তারা জেলা সদরের গাছবান এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, রোববার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মাষ্টারপাড়া মোড়ে অবস্থিত ক্রিয়েটিভ কস্পিউটার সেন্টার থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে  একটি দেশীয় তৈরি এলজি, ২রাউন্ড গুলি, নগদ টাকা ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়। আটককৃতদের পরে খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তর করা হয়।

খাগড়াছড়ি থানার ওসি সাহাদাৎ হোসেন টিটো জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের কর্মী বলে দাবী করে। এই ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে ।

তবে অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফ’র জেলা সংগঠক মাইকেল চাকমা জানান, তারা আমাদের কর্মী তো দুরের কথা সমর্থকও না।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions